Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন বাধ্যতামূলক এবং মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন বাধ্যতামূলক। 


এক নজরে সুন্দরবন

কালের স্বাক্ষী বহনকারী সুন্দরবন গড়ে  উঠা মোংলা উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো সুন্দরবন ইউনিয়ন । কাল পরিক্রমায় আজ সুন্দরবন ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

ক) নাম – ৫নং সুন্দরবন ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ৩৫.৫৫ (বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা – ১৯৬২৬ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) খানা-৫৯০৪টি।

ঙ) গ্রামের সংখ্যা – ১৯ টি।

চ) মৌজার সংখ্যা – ৫ টি।

ছ) হাট/বাজার সংখ্যা -৫ টি।

জ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা/মটরসবইকেল।

ঝ) শিক্ষার হার – ৭১%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৪টি,  

    উচ্চ বিদ্যালয়ঃ                    ৩টি,

    মাদ্রাসা-                            ২টি।

ঞ)দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোঃ একরাম ইজারাদার

ট) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।

ঠ) ঐতিহাসিক/পর্যটন স্থান – সুন্দরবন।

ড) ইউপি ভবন স্থাপন কাল – ১৬/১০/২০০৬ইং।

ঢ) নব গঠিত পরিষদের বিবরণ –

     দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোঃ একরাম ইজারাদার

     শপথ গ্রহণের তারিখ – ৩১/১০/২০২১ ইং

১. সমজিদের সংখ্যা---------  ৪৮ টি                       

২. মন্দিরের সংখ্যা------------১২ টি   

৩. ঘূর্নীঝড় আশ্রয় কেন্দ্র............২১ টি  

৪. মুক্তিয়োদ্ধা...........................৪১ জন          

৫. বয়স্ক ভাতা...........................১১৯৪ জন

৬. বিধবা ভাতা............................৬৬৭ জন.          

৭. প্রতিবন্ধী ভাতা.....................৪০৬ জন

৮. মাতৃত্বকাল ভাতা..................৮০ জন, 

৯. ভিক্ষুক..................................৪৬ জন

                                               -গ্রাম সমূহের নাম –

১. বৈদমারী               

২. উঃ বাঁশতলা                  

৩. দঃ বাঁশতলা

৪. বাঁশতলা

৫.দিয়ারখন্ড                  

৬.কাটাখালী

৭.হোগলাবুনিয়া        

৮.গোড়াবুড়বুড়িয়া            

৯.দিগরাজ

১০. বুড়বুড়িয়া           

১১. ঢালীরখন্ড                   

১২.দামেরখন্ড

১৩. দোয়ারীয়ারা         

১৪.তেঘরিয়া                    

১৫.আগা মাদুরপাল্টা

১৬.মাদুরপাল্টা          

১৭.উ:বাজিকরের খন্ড        

১৭.বাজিকরের খন্ড  

১৯.কচুবুনিয়া          

২০.বরইতলা                      

২১.হোগলাবুনিয়া

-ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

              ৩) তথ্য ও সেবা কেন্দ্রে ,উদ্যোক্তা- ২ জন।

               ৪) ইউনিয়ন গ্রাম পুলিশ –৯  জন।

 

এলজিএসপি,টিআর,কাবিখা,নিজস্ব রাজস্ব, ভূমি হস্তান্তর কর ১% এলসিবিসিই, প্রকল্পের কাজ চলমান