Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন বাধ্যতামূলক এবং মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন বাধ্যতামূলক। 


এলসিবিসিই কর্মসূচী

স্থানীয় সক্ষমতা বৃদ্ধি ও কমিউনিটি ক্ষমতায়ন কর্মসূচি (এলসিবিসিই)

 

এলসিবিসিই  হলো  কমিউনিটি ক্ষমতায়নকে ত্বরান্বিত করার একটি বিকেন্দ্রীভূত পদ্ধতি বা কৌশল । ইউনিসেফ ও  বাংলাদেশ সরকার জাতিসংঘ উন্নয়ন সহায়তা কাঠামো, ২০১২-২০১৬ এর আওতায় সহস্রাব্দ উন্নয়ন  লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে পড়া ২০টি জেলাকে  চিহ্নিত করেছে এই কর্মসূচি (এলসিবিসিই) বাস্তবায়নের  জন্য । এই কর্মসূচি বাস্তবায়নের  জন্য বিভাগীয় পর্যায়ে ইউনিসেফ ও বাংলাদেশ সরকার একটি যৌথ অংশিদারিত্ব কৌশলপত্র স্বাক্ষর করেছে । চিহ্নিত জেলাসমূহের প্রতিটি জেলা হতে দুইটি করে উপজেলা এবং প্রতিটি উপজেলার সকল ইউনিয়ন এই কর্মসূচির আওতাভূক্ত হয়েছে । সুবিধা বঞ্চিত মা ও শিশুদের নিয়ে গৃহিত বিভিন্ন বিভাগের কর্মসূচি বা কার্যাবলির মধ্যে একটি সুসমন্বিত সম্পর্কের মাধ্যমে একটি সম্মিলিত শক্তি সৃষ্টি করাই এলসিবিসিই এর উদ্দেশ্য।

 

এলসিবিসিই কর্মসূচীর - এর উদ্দেশ্য:

·        স্থানীয় সরকার প্রতিষ্ঠান (এলজিআই), নাগরিক সমাজের প্রতিষ্ঠান (সিএসও) ও সমাজভিত্তিক সংগঠন (সিবিও) এর সক্ষমতা বৃদ্ধি;

·        সামাজিক উন্নয়ন ও  দূর্যোগ ঝুকি হ্রাসকরণের জন্য উর্ধ্বমুখী  জন অংশগ্রহণমূলক পরিকল্পনা ও মনিটরিং ব্যবস্থার উন্নয়ন ও নেটওয়াকিং;

·        চিহ্নিত ব্যবধান ও অগ্রাধিকারসমূহের উপর সাধারণ ধারণা প্রতিষ্ঠা;

·        ফলাফলভিত্তিক মনিটরিং ও রির্পোটিং এর জন্য স্থানীয় ব্যবস্থাকে শক্তিশালীকরণ;

·        অভিষ্ট জনগোষ্ঠিকে কর্মসূচি বা সেবার আওতায় আনয়নের পথে প্রতিবন্ধকতাসমূহ চিহ্নিতকরণ এবং সেগুলো নিরসনের উপায় নির্ধারণ;

 

জেলা পর্যায়ে এলসিবিসিই-র অর্জনসমূহঃ

·        ইউনিয়ন পরিষদের তহবিলে শিশু পার্ক স্থাপন;

·        ইউনিয়ন , উপজেলা ও জেলা কনভারজেন্স সমন্বয় কমিটি  গঠন;

·        ইউনিয়ন, উপজেলা ও জেলা সমন্বিত ঊর্ধ্বমুখী পরিকল্পনা প্রনয়ণ;

·        ইউনিয়ন বাজেটে শিশুদের বিষয় অর্ন্তভূক্ত করার জন্য ওয়ার্ডসভা শক্তিশালীকরন;

·        ইউনিয়ন বাজেটে শিশুদের বিষয় অর্ন্তভূক্ত করা;

·        মা ও শিশু সম্পর্কিত ইউনিয়ন স্ট্যান্ডিং কমিটিসমূহ শক্তিশালীকরন;

·        জেলা পর্যায়ে সমন্বয়ের মাধ্যমে ইউনিয়ন গভার্নেন্স, উপজেলা গভার্নেন্স ও এলজিএসপি-২ প্রকল্পের বাজেটে শিশুদের বিষয় অর্ন্তভূক্তি করা;

·        ১৩টি ইউনিয়ন ও ২টি উপজেলায় দুর্যোগ বিপদাপন্নতা যাচাই ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে;

·        ১৩টি ইউনিয়নে ও ১১৭টি ওয়ার্ডে মা ও শিশুদের জন্য তথ্য বোর্ড তৈরি ও স্থাপন;

·        মা ও শিশুদের জন্য ইউনিয়ন ও উপজেলা পযার্য়ে সেবাসমূহের সহজ প্রাপ্তির জন্য সরকারী সেবাদানকারী প্রতিষ্ঠানের যোগাযোগের তথ্য

         সম্বলিত কী ফ্লাইয়ার ৪৫,০০০ তৈরি ও বিতরণ করা হয়েছে;

·        জেলা, উপজেলা ও ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি শক্তিশালীকরনের লক্ষ্যে ত্রৈমাসিক সভা করা ;

·        জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন দিবস পালন যেমন : শিশু অধিকার সপ্তাহ উদযাপন, মিনা দিবস উদযাপন , জাতীয় স্যানিটেশন মাস উদযাপন, জাতীয় দূর্যোগ ব্যবস্থাপনা দিবস পালন ইত্যাদি;

·        শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে জেলা পর্যায়ে তিনদিন ব্যাপি শিশু মেলার আয়োজন;

·        বার্ষিক প্রতিবেদন ২০১৩ তৈরি ও প্রকাশ;

·        জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে জরূরী পরিস্থিতিতে শিক্ষার মানদন্ড নির্ণয় বিষয়ক মতবিনিময় সভা;

·        জেলা, উপজেলা ও ইউনিয়ন কনভারজেন্স সমন্বয় কমিটির সমস্যদের উর্ধ্বমূখী পরিকল্পনা প্রণয়ন বিষয়ক তিনদিনের  প্রশিক্ষণ;

 

**       বাগেরহাট জেলায় বাস্তবায়নাধীন এলসিবিসিই এর কার্যক্রম বিস্তারিত জানতে নিম্নের পিডিএফ ফাইলটি দেখুন--